1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভোটগ্রহণের একদিন আগে স্থগিত নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন কুমিল্লায় স্কুল থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকে ‘ধর্ষণের’ পর হত্যা কুমিল্লায় একই দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু জব্বারের বলী খেলায় এবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ! বর্নিল আয়োজনে কুমিল্লায় হোটেল এলিট প্যালেসের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত কুমিল্লায় হেয়ার স্টুডিও উদ্যোগে  বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু  কুমিল্লা বাস চাপায় দুই শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত কুমিল্লায় হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ  ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লার কৃতি সন্তান জাতীয় পতাকার নকশাকার  শিব নারায়ণ দাস আর নেই! যেভাবে ৩১ দিন পর মুক্ত হলো ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ!

মুরাদনগরে দুইশ বছরের সেই দিঘী এখন আবর্জনার ভাগার

  • প্রকাশ কালঃ বুধবার, ৬ জুন, ২০১৮
  • ১৯৭

(মো. নাজিম উদ্দিন, মুরাদনগর )

কুমিল্লা মুরাদনগর উপজেলা সদরের জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদ্রাসার দুই শতাধিক পুরনো দিঘিটি এখন ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা ফেলার কারনে পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।

পাশা পাশি পচা বর্জ্যে মশার উপদ্রবও দেখা দিয়েছে। সেখান থেকে আসা দুর্গন্ধে পাশে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানটির কয়েক হাজার শিক্ষার্থী, মুছুল্লি ও স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পরেছে। তাছাড়া ওই সকল পচা দুর্গন্ধে দূষিত করছে পরিবেশ, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে রোগ-ব্যাধির সৃষ্ঠি হয়ে ক্রমেই হুমকির মুখে পরছে উপজেলার কেন্দ্রিয় মসজিদের মুছুল্লি, মুজাফ্ফারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ও আস-পাশের বাসা বাড়ির লোকজনের জনজীবন।

এ দিঘিটি উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত হলেও বড় মাদ্রাসার দিঘী নামেই পরিচিত। প্রায় ২০০ বছর আগে দারোগা আমিন উদ্দিন নামের এক লোক দুই একর জমির উপরে এই দিঘীটি খনন করেন। তার পশ্চিম পাশেই রয়েছে একটি মাদ্রাসা ও মসজিদ আর বাকি তিন পাশে রয়েছে বাসা-বাড়ী ও মুরাদনগর সদরের বাজার। ততকালীন সময়ে এই মাদ্রাসা ও মসজিদটিকে কেন্দ্র করেই দিঘীটি খনন করা হয়েছিলো।
এ অবস্থায় দিঘিটি বিপর্যয় ঘটার আগেই দূষণমুক্ত করার তাগিদ দিচ্ছেন মসজিদে আসা মুসুল্লি ও স্থানীয়রা। দিনরাত সমান তালে ময়লা-আবর্জনা পরছে দিঘীটিতে। অসহায় দিঘী বছরের পর বছর নীরবে এই বিষাক্ত ময়লা-আবর্জনা বুকে ধারণ করে ক্রমেই বিপন্ন করে তুলছে নিজের অস্তিত্বকেই।

এখানে প্রতিদিন প্রায় শতাধিক পরিবার ও বাজারের একাংশ ব্যাবসায়ীরা ময়লা-আবর্জনা দিঘীটি ফালানোর ফলে তা পানির সাথে মিশে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে দূষণ। অতিদুষণে বহু আগেই বদলে গেছে পানির রঙ, শূন্যের কোঠায় নেমে এসেছে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা। এই বিষাক্ত পানি মাছসহ অন্যান্য জলজ প্রাণির জীবন ধারণের জন্য যেমন অন্তরায়, তেমনি ব্যবহারেরও অনুপযোগী। তবু প্রয়োজনের তাগিদে অজু ও গোসলের কাজে এই নোংরা পানি ব্যবহার করছে মসজিদে আসা মুসুল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দিঘীর পানিতে এত পরিমানে পলিথিন ও ময়লা পরেছে যে নিচের মাটির সাথে পানির কোন সম্পর্ক নেই। মসজিদ কমিটি কিছুদিন পূর্বে এইসব পলিথিন পানি থেকে উঠিয়ে দিঘিটির এক পাশে রাখলেও তা আবার বৃষ্টির পানিতে দিঘীর পানির সাথে মিশে যায়।

মসজিদের খতিব মুফতি আমজাদ হোসাইন বলেন, এই দিঘীর পানি মসজিদে আসা মুসুল্লিদের অজু, মাদ্রাসার ছাত্রদের গোসল ও রান্নার কাজে আমাদের খুব প্রয়োজন। কিন্তু পানি এতো দূষিত হয়ে গেছে এখন আর মুসুল্লিরা অজু করতে চায় না।

বিদ্যৎ না থাকলে বাধ্য হয়ে এখানে অজু গোসল করতে হয়। এখানে কিছু দোকানের ও বাসা বাড়িরর ময়লা-আবর্জনাও ফেলানোর ফলে এ অবস্থা তেরী হয়েছে। আমরা তাদের অনেক বলেছি কিন্তু কোন কাজ হচ্ছেনা। প্রশাসনের সহযোগীতায় দিঘিটির দূষণ থেকে মুক্ত হওয়া সম্ভব।
বাজার কমিটির সভাপতি আক্তার হোসেন মেম্বার বলেন, বাজারের ময়লা-আবর্জনা ফেলার জন্য আমাদের রেখে দেওয়া নিদ্রিষ্ট ড্রাম রয়েছে। ব্যাবসায়ীরা সেখানেই ময়লা ফেলে, দিঘীর পানিতে কেউ ময়লা ফেলেনা। যদি কেউ দিঘীর পানিতে ময়লা ফেলে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহন করবো।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews