1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় একই দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু জব্বারের বলী খেলায় এবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ! বর্নিল আয়োজনে কুমিল্লায় হোটেল এলিট প্যালেসের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত কুমিল্লায় হেয়ার স্টুডিও উদ্যোগে  বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু  কুমিল্লা বাস চাপায় দুই শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত কুমিল্লায় হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ  ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লার কৃতি সন্তান জাতীয় পতাকার নকশাকার  শিব নারায়ণ দাস আর নেই! যেভাবে ৩১ দিন পর মুক্ত হলো ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ! দলীয় মনোনয়ন না থাকায় উপজেলা নির্বাচনে প্রার্থীর জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে- এলজিআরডি মন্ত্রী সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন : প্রধানমন্ত্রী

দ্বিতীয়বারের মত বিসিবির কুমিল্লার কাউন্সিলর সাইফুল আলম রনি

  • প্রকাশ কালঃ রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৪

মাহফুজ নান্টু, কুমিল্লা।

দ্বিতীয়বারের বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)’র কুমিল্লা জেলার কাউন্সিলর হলেন সাইফুল আলম রনি। গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত
করে।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুন আহসান ফারুক রোমেন জানান, দ্বিতীয়বারের মত বিসিবির কুমিল্লার কাউন্সিলর হয়েছে সাইফুল আলম রনি। বিগত দিনে কুমিল্লার ক্রিকেট নিয়ে সে অনেক কাজ করেছে। আশাকরি এবার কুমিল্লার ক্রিকেট নিয়ে নতুন পরিকল্পনায় এগিয়ে যাবে আমাদের রনি।

দ্বিতীয়বারের মত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হওয়ায় কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ আ.ক.ম বাহাউদ্দন বাহারের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে সাইফুল আলম রনি বলেন, কাজের স্বীকৃতি পেলে উৎসাহ জাগে।

সাইফুল আলম রনি আরো বলেন, কুমিল্লার কিশোর ও তরুণদের অনেক সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেটে নেতৃত্ব দেয়ায়। আমি সে অনুযায়ী কাজ করছি। এখন আমি বয়সভিত্তিক ক্রিকেটের প্রতি জোর দিচ্ছি। বিসিবির অনুমোদন পেলে কাজটি শীঘ্রই শুরু করবো।

এছাড়াও আগামী অক্টোবরে কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়াও প্রিমিয়ার ডিভিশন খেলা পরিচালনা করবো। পাশাপাশি কুমিল্লা স্টেডিয়ামকে জাতীয় ভ্যানুতে পরিনত করতেও কাজ করছি। ক্রিকেট ফরমেটের বাইরেও আরো কিছু ক্রিকেট টুর্নামেন্ট করার ইচ্ছা প্রকাশ করছি। সবমিলিয়ে কুমিল্লার ক্রিকেট নিয়ে আমার সুদূরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে। ইনশাআল্লাহ সবার সহযোগীতায় তা বাস্তবায়ন করবো।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews