1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
শনিবার, ০৪ মে ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় স্কুল থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকে ‘ধর্ষণের’ পর হত্যা কুমিল্লায় একই দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু জব্বারের বলী খেলায় এবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ! বর্নিল আয়োজনে কুমিল্লায় হোটেল এলিট প্যালেসের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত কুমিল্লায় হেয়ার স্টুডিও উদ্যোগে  বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু  কুমিল্লা বাস চাপায় দুই শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত কুমিল্লায় হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ  ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লার কৃতি সন্তান জাতীয় পতাকার নকশাকার  শিব নারায়ণ দাস আর নেই! যেভাবে ৩১ দিন পর মুক্ত হলো ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ! দলীয় মনোনয়ন না থাকায় উপজেলা নির্বাচনে প্রার্থীর জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে- এলজিআরডি মন্ত্রী

কুমিল্লায় অতিরিক্ত দামে ইনজেকশন বিক্রি! ৪০ হাজার জরিমানা;অভিযোগকারী পেল ১০ হাজার টাকা

  • প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৫১

অনলাইন ডেস্ক

কুমিল্লায় চৌদ্দগ্রামে অতিরিক্ত দামে ইনজেকশন বিক্রি করার অভিযোগ প্রমানিত হওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে জেলার চৌদ্দগ্রাম উপ‌জেলার ১নং কা‌শিনগর ইউ‌নিয়‌নের কা‌শিনগর বাজা‌রে এক তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচালিত হয়।

গত ১৮ আগষ্ট দা‌য়ের করা জনাব আবু কাউছার না‌মের একজন ভোক্তার লি‌খিত অ‌ভি‌যোগ তদন্ত করা হয়।

তি‌নি অ‌ভি‌যোগ ক‌রেন যে, কা‌শিনগর বাজা‌রের মেসার্স ঢাকা মে‌ডি‌কেল হল থে‌কে ঐদিন “Depo-Medrol 80mg” নামক এক‌টি ইন‌জেকশন ক্রয় ক‌রেন। জনতা ফার্মা‌সিউ‌টিক্যা‌লের আমদা‌নি করা এ ইন‌জেকশন‌টির গা‌য়ের মুল্য ১৬৫ টাকা। দোকানী সে‌টি কলম দি‌য়ে কে‌টে তার কা‌ছে ২২০ টাকায় বিক্রয় করেছেন। পু‌রো বিষয়‌টি তি‌নি তার মু‌ঠো‌ফো‌নে ভি‌ডিও ক‌রে এ দপ্ত‌রে লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রেন।

অ‌ভিযা‌নে সময় যাচাই ক‌রে দেখা যায় অ‌ভি‌যোগ‌টি সত্য। ফা‌র্মেসীর মা‌লিক আব্দুল জ‌লিল নি‌জেও স্বীকার ক‌রেন যে, তি‌নি ব‌র্ধিত দা‌মে এ‌টি বিক্রয় কর‌ছেন। যু‌ক্তি হি‌সে‌বে তি‌নি ব‌লেন যে, এ‌টি বে‌শি দা‌মে কেনা অথচ তার ব‌র্ধিত দা‌মে ক্র‌য়ের স্বপ‌ক্ষে কোন প্রমাণ দেখা‌তে পা‌রেন‌নি। ফ‌লে অ‌ভি‌যোগ‌টি প্রমা‌ণিত হওয়ায় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আই‌নের ৪০ ধারায় মেসার্স ঢাকা মে‌ডি‌কেল হল কে ৪০,০০০ টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভি‌যোগকারী জনাব আবু কাউছার আই‌নের ৭৬(৪) ধারার বিধান ব‌লে স্প‌টেই ঐ জ‌রিমানার ২৫% হিসা‌বে ১০হাজর টাকা পান।

অন্য‌দি‌কে একই দিন অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তু‌তের অ‌ভি‌যো‌গে মেসার্স বিস‌মিল্লাহ হো‌টেল‌কে ৫,০০০ টাকা এবং একই অ‌ভি‌যো‌গে শ‌ফিক মিয়ার হো‌টেল‌কে ৩,০০০ টাকা জ‌রিমানা করা হয়। চৌদ্দগ্রাম উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ও নিরাপদ খাদ্য প‌রিদর্শক হা‌বিবুর রহমান ও এসআই হা‌ফেজ খা‌নের নেতৃ‌ত্বে চৌদ্দগ্রাম থানা পু‌লি‌শের এক‌টি টিম এ কা‌জে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews