1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
সোমবার, ০৬ মে ২০২৪, ১২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় স্কুল থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকে ‘ধর্ষণের’ পর হত্যা কুমিল্লায় একই দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু জব্বারের বলী খেলায় এবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ! বর্নিল আয়োজনে কুমিল্লায় হোটেল এলিট প্যালেসের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত কুমিল্লায় হেয়ার স্টুডিও উদ্যোগে  বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু  কুমিল্লা বাস চাপায় দুই শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত কুমিল্লায় হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ  ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লার কৃতি সন্তান জাতীয় পতাকার নকশাকার  শিব নারায়ণ দাস আর নেই! যেভাবে ৩১ দিন পর মুক্ত হলো ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ! দলীয় মনোনয়ন না থাকায় উপজেলা নির্বাচনে প্রার্থীর জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে- এলজিআরডি মন্ত্রী

অচল কুবির ওয়েবসাইট!

  • প্রকাশ কালঃ শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৪০৩

(নাজমুল সবুজ, কুবি প্রতিনি)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ওয়েবসাইটে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে প্রবেশ করা যাচ্ছে না। ওয়েবসাইটটির জন্য নির্ধারিত নির্দিষ্ট এড্রেসে প্রবেশে করলে ‘ব্যান্ডউইথ সীমা অতিক্রম করেছে’ এমন একটি বার্তা প্রদর্শন করে। এতে বিশ^বিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফলাফলসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও ওয়েবসাইটটি ব্যবহার করতে না পারায় শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ায় ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থী ফলাফল দেখার জন্য ওয়েবসাইটে প্রবেশের কারণে সাইটটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের জন্য ক্রয়কৃত ডোমেইনে (www.cou.ac.bd) ১ টেরা বাইট পর্যন্ত ব্যান্ডউইডথ নেওয়া হয়। পরবর্তীতে ফলাফল প্রকাশের পরে এর মাত্রা ৯০০ জিবি পার হয়ে যায়। এতে প্রথমে সাইটটি কিছুটা দুর্বল হয়ে যায় এবং বৃহস্পতিবার সকাল থেকে ওয়েবসাইটেই প্রবেশ করলে `Bandwith Limit Exceeded’ বার্তা প্রর্দশিত হচ্ছে। তবে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং আইটি সেলের নজরে আসার পরে তারা সমস্যাটি সমাধানের চেষ্টা করে।

বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের প্রোগ্রামার মোহাম্মদ নাছির উদ্দিন বলেন,‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে ওয়েবসাইটে দর্শনকারীর সংখ্যা বেড়ে যায়। এতে ব্যান্ডউইডথ ২৫০ জিবি থেকে ৯০০ জিবি পার হয়ে যায়। ফলে অতিরিক্ত চাপ পড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অকেজো হয়ে যায়। আমরা নতুনভাবে ‘বিডি রেন’ কোম্পানির সাথে যুক্ত হয়েছি। আগামীকালকের (শুক্রবার) মধ্যেই এ সমস্যা সমাধান হয়ে যাবে।’
এদিকে ওয়েবসাইটে প্রবেশ করতে না পারায় ভোগান্তিতে পড়েছে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা। ওয়েবসাইট থেকে ভর্তি সংক্রান্ত কোন তথ্য না পেয়ে উৎকন্ঠায় রয়েছে তারা। অভিযোগ জানিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন,‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল, সাক্ষাৎকারের, ভর্তির সময়সূচি ও তালিকা পেতে ওয়েবসাইটে প্রবেশ করতে চাইলে প্রবেশ করা সম্ভব হয়নি। এভাবে একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট কিভাবে বিকল হয়ে যায়?’ এ সমস্যার কারণে কেও ভর্তি হতে না পারলে দায়ভার কে নিবে, শিক্ষার্থীরা এমন প্রশ্নও রাখে প্রশাসনের কাছে।
বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক জানান,‘একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সবসময় সচল থাকবে এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে যাবতীয় তথ্য থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনেক তথ্যই নেই। এমনকি মাঝে মাঝে বিকল হয়ে যায়। অনেক শিক্ষক, শিক্ষার্থী বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার পরে ওয়েবসাইটের এমন সমস্যার কারণে নানা সমস্যা পোহাতে হয়। এ অনিয়মিত হালনাগাদের কারণে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা তথ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।’

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন,‘বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের বর্তমান ব্যান্ডউইডথ কম থাকায় এ সমস্যা হচ্ছে। আমরা ‘বিডি রেন’ এর সাথে নতুনভাবে যুক্ত হয়েছি। এ সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে।’

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews