অনলাইন ডেস্ক:
চট্টগ্রামে মাত্র ১ টাকার ভাড়া নিয়ে কথা কাটাকাটিতে হেলপারের লাথিতে চলন্ত বাস থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া জসীম উদ্দিন শেষ পর্যন্ত মারাই গেলেন। বাসের হেলপার এবং চালককে আটকের পর বের হয়ে আসে চাঞ্চল্যকর এ তথ্য।জিইসি মোড়ের হোটেল জামানের কর্মচারী নোমানের চোখের সামনেই ঘটে ভয়াবহ ঘটনাটি।প্রত্যক্ষদর্শী আবদুল্লা আল নোমান বলেন, ‘কথাকাটাকাটির জেরে গলাধাক্কা, লাথি মেরে ফেলে দেওয়া হইছিলো।’
গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাসে করে আগ্রবাদ থেকে বহদ্দারহাট যাচ্ছিলেন জসীম উদ্দিন। জিইসি মোড় গেলে ৭ টাকার ভাড়া ৮ টাকা নেয়ায় কথা কাটাকাটি হয় হেলপার আরিফের সাথে। ১ টাকার জন্য পরে বাস থেকে হেলপার জসিমকে লাথি মেরে ফেলে দেয়। ২৬ তারিখ হাসপাতালে তার মৃত্যু হয়। দুই মেয়ে এক ছেলে সন্তানের জনক জসীমের গ্রামের বাড়ি পটিয়ার খরনায়।
মাত্র ১ টাকার ভাড়ার জন্য জসিমকে লাথি দিয়ে বাস থেকে ফেলে দেয়া হয়েছিলো না, কি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তার অনুসন্ধান শুরু করেছে পুলিশ, জানালেন সিএমপি উপ কমিশনার বিজয় বসাক।এ ঘটনায় খুলশী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ড্রাইভার রাকিব এবং হেলপার আরিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
Leave a Reply