অনলাইন ডেস্ক
বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। পাত্রী তাঁর দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদার। গতকাল ১০ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই সময়ে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা।
মাহা শিকদার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়ছেন। এ ছাড়া ছোটপর্দায় তাঁকে অভিনয় করতেও দেখা গেছে। এটি শ্যামল মাওলার দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী নন্দিতার সঙ্গে তাঁর তিন বছরের সংসার ছিল। সেই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।
বিয়ের আগে শ্যামল মাওলা ও মাহার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। মূলত তাঁদের সোশ্যাল হ্যান্ডেল হ্যাকারদের কবলে। সে সময় শ্যামল মাওলা বলেছিলেন, ‘আমি যার সঙ্গে রিলেশনশিপে আছি তার সঙ্গে একটা ফান ভিডিও ছিল- ওটা লিক হয়েছে। হ্যাকাররা হ্যাক করেছে। এটা একটা টিকটক ছিল। হ্যাক হয়ে ভিডিওটি অন্যদের দখলে চলে যায়। বিষয়টি নিয়ে আমি বিব্রত। এটা আসলে মজা করেই করেছিলাম। সিরিয়াস কোনো বিষয় নয়।’
সেই রিলেশনশিপই বাস্তবতার মুখ দেখল। শ্যামল-মাহা এখন স্বামী-স্ত্রী হিসেবে সংসার শুরু করেছেন।
Leave a Reply