সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:
এবারের ‘বিগ বস’-এ যে বেশ কিছু চমক রয়েছে, সে খবর ইতোমধ্যেই পেয়ে গিয়েছেন দর্শকরা। এরইমধ্যে একাধিক প্রতিযোগীর নামও জানা গেছে। কিন্তু প্রতিবারের মতো এবারও সব নাম এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেনি ‘বিগ বস’ এর আয়োজকরা।

তবে সম্প্রতি ‘বিগ বস ১২’-র প্রতিযোগী হিসেবে ফাঁস হয়েছে একটি নাম। আর তারপর থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে কি সানি লিওনের পর ফের এক পর্নস্টারকে দেখা যাবে ‘বিগ বস’ এর সংসারে?

ঘরের অন্দরের কেচ্ছা সবসময় দর্শকদের পছন্দ হয়। আর তাই প্রতিবারই ছোটপর্দায় জনপ্রিয়তার শীর্ষে থাকে এই সেলিব্রিটি রিয়ালিটি শো।

জানা গেছে, এবার আরো বোল্ড হতে চলেছে শোয়ের ফরম্যাট। কারণ এবার বাস্তবের জুটিদেরই প্রতিযোগী হিসেবে দেখা যাবে। এদের মধ্যে সমকামী যুগলরাও থাকবেন। দেখা যাবে স্ট্রিপার, এমনকী যৌনকর্মীদেরও। আসলে শোয়ের এক্স ফ্যাক্টর আরো জোরদার করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। আবার এও শোনা গিয়েছিল, নিজের কেরিয়ারে ঘুরে দাঁড়াতে কমেডিয়ান কপিল শর্মাও নাকি আসতে পারেন প্রতিযোগী হিসেবে। তবে আপাতত আলোচনা চলছে নতুন নামটি নিয়ে।

ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সানি লিওনের পর আবার এক পর্নস্টার বিগ বস-এর সংসারে পা রাখতে চলেছেন। আপনার মাথায় কি মিয়া খালিফার নাম আসছে? এমনটা আসতেই পারে। কেননা, গত দুই মৌসুমেও শোনা গিয়েছিল নীল ছবির জনপ্রিয় সেই তারকার নামটি। তবে আপনার আন্দাজ সঠিক নয়। এবার যিনি আসতে চলেছেন তিনি হলেন- শান্তি ডায়নামাইট। হ্যাঁ, নামেই যখন ধামাকা, তখন তাকে নিয়ে উত্তেজনা পারদ ছড়ানোটাই স্বাভাবিক।

এর আগে, ভারতীয় বংশোদ্ভূত সানি এই শোয়ে পর্নস্টার হিসেবেই পা রেখেছিলেন। ‘বিগ বস’ তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এখন বলিউডের জনপ্রিয় নায়িকাদের তালিকায় রয়েছে তার নাম। এবার কি পালা শান্তির? ভাবছেন তো গ্রিক তারকার নাম শান্তি কেন? আসলে এই পর্নস্টারের মা পাঞ্জাবি। আর এভাবেই ভারতের সঙ্গে আত্মিক যোগ রয়েছে তার।

তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করে বলা হয়নি। কিন্তু এবার যে ‘বিস বস’ এর পরিবেশ বেশ উষ্ণ হতে চলেছে, তা আন্দাজ করা যেতেই পারে। এখন শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ‘বিগ বস’ এর সংসারে উত্তেজনা পারদ ছড়াতে শান্তি আসছেন কি না!

আরও পড়ুন

%d bloggers like this: