শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন

বিনোদন ডেস্ক:
সদর ঘাটের পান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীত তারকা আসিফ আকবর এবং সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন।তবে তারা পান ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন না। গানে গানে বিখ্যাত সদর ঘাটের পানের কথা বলবেন তারা।

গানটির কথা লেখার পাশাপাশি সুর কল্পনা করেছেন মারজুক রাসেল। গানটিতে সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ূন। শুক্রবার ৪ এপ্রিল গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়।

এ বিষয়ে গায়ক আসিফ আকবর বলেন, ‘একেবারেই ভিন্ন ধরনের গান এটি। সদর ঘাটের পান নিয়ে এর আগেও গান হয়েছে। কিন্তু আমার এই গানটি শুনে শ্রোতারা একটু বেশি আনন্দ পাবেন। আমি গানটি নিয়ে ভীষণ আশাবাদী।’
গানটি শিগগিরই আসিফ আকবরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইমেন্ট থেকে প্রকাশিত হবে।

আরও পড়ুন

%d bloggers like this: