অনলাইন ডেস্ক:
কোয়ারেন্টিন ইস্যুতে দুই বোর্ডের সমঝোতা না হওয়ায় আপাতত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
তবে পরবর্তীতে সুবিধাজনক সময়ে এ সফর আয়োজন হতে পারে বলে জানান বিসিবি সভাপতি। লঙ্কা সফর পিছিয়ে গেলেও করোনা পরিস্থিতি বিবেচনা করে শিগগিরই ঘরোয়া লিগ শুরু করা হবে বলে জানান নাজমুল হাসান পাপন। এছাড়া লঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) খেলতে কোনো ক্রিকেটারকে ছাড়পত্র দেয়া হবে না বলেও জানান বিসিবির এই শীর্ষ কর্তা।
সবকিছু ঠিক থাকলে রোববার শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমানে ওঠার কথা ছিলো টাইগার ক্রিকেটারদের। কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতেই যতো ঝামেলা। লঙ্কান সরকারের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের জায়গায় বিসিবি চায় ৭ দিনের কোয়ারেন্টিন এবং অনুশীলনের সুযোগ। যে কারণে টাইগারদের অনুশীলনও ৩ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
Leave a Reply