অনলাইন ডেস্ক:
ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘ভাইজান এলো রে’। তবে ঈদের গান শোনা গেল সিনেমাটির প্রধান চরিত্র শাকিব খানের ঠোঁটে।
শুক্রবার ইউটিউবে প্রকাশ হয়েছে ‘ভাইজান ঈদে এলো রে’ শিরোনামের গানটি। রাজিব দত্তের কথায় সুর-সংগীত করেছেন স্যাভি। কণ্ঠ দিয়েছেন বলিউড সিনেমার জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য।
গানটিতে শাকিবের সঙ্গে নেচেছেন পায়েল সরকার। কথায় ও আয়োজনে ঈদের আমেজ ফুটে ওঠেছে। কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। গানটি চিত্রায়িত হয়েছে কলকাতায়।
জয়দীপ মুখার্জি পরিচালিত ‘ভাইজান এলো রে’তে আরো অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি।
কলকাতার এসকে মুভিজের লগ্নিতে নির্মিত হয়েছে ‘ভাইজান এলো রে’। বাংলাদেশের যৌথ প্রযোজনার আবেদন করে অনুমোদন পেতে ব্যর্থ হয়ে আমদানিকৃত সিনেমা হিসেবে মুক্তি পাবে।
সিনেমাটি ঈদুল ফিতর উপলক্ষে কলকাতায় মুক্তি পাবে। তবে আদালতের এক আদেশের কারণে একই সময়ে বাংলাদেশে মুক্তি পাবে না ‘ভাইজান এলো রে’। ওই আদেশে বলা হয়, ঈদ, পয়লা বৈশাখ বা কোনো দেশিয় উৎসবে বিদেশি সিনেমার মুক্তি দেওয়া যাবে না। এ রায় পেতে আবেদন করেন প্রযোজনা প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজের কর্ণধার সেলিনা আক্তার।
জানা গেছে, ঈদুল ফিতরের দুই-এক সপ্তাহ পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ভাইজান এলো রে’ মুক্তির চেষ্টা করছে আমদানিকারক প্রতিষ্ঠান।
Leave a Reply