1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা; আহবায়ক সুমন, সদস্য সচিব ওয়াসিম কুমিল্লায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, সেচ্ছাসেবক দলের সভাপতিকে পিটিয়ে হত্যা কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন কুমিল্লায়  চোর ধরতে গিয়ে সড়কে ছিটকে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু! জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে যানবাহন থেকে চাঁদাবাজি;  সেনাবাহিনীর অভিযানে টোকেন-টাকাসহ আটক ৩ কুমিল্লায় একদিনে ৩ জনের মরদেহ উদ্ধার কর্মবিরতি শুরু: সারাদেশে ট্রেন চলাচল বন্ধ কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে পিস্তল গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার; আটক ১০ তিন বাহিনীর পোশাক ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেপ্তার করে পাবনার পাগলা গারদে প্রেরণের দাবি  আসিফ আকবরের! কুমিল্লায় আওয়ামী লীগনেতা কবিরুল ইসলাম শিকদার গ্রেপ্তার

যে ৫ রাশির মানুষ প্রেমে প্রতারণা করেন সবচেয়ে বেশি!

  • প্রকাশ কালঃ সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ২৫০

অনলাইন ডেস্ক:
সম্পর্ক থাকলে কষ্ট থাকবেই। মন ভাঙার বেদনা, প্রতারণার অপমান ইত্যাদি সবই জীবনের অংশ। মানুষের মন তো আর আগে থেকে বুঝে ফেলা যায় না। গেলে হয়তো প্রতারিত হবার হাত থেকে বাঁচতে চাইতেন সকলেই।

অবশ্য রাশিফল কিন্তু বলে ভিন্ন কথা। রাশিচক্রের বিচারে কোন রাশির জাতক বা জাতিকা প্রেম-ভালোবাসার ক্ষেত্রে কেমন হবেন সেটা আগেভাগেই আভাস দেয়া সম্ভব। ফলে একটু সতর্কতা অবলম্বন করলে এড়ানো যেতে পারে মন ভাঙার দুর্ঘটনাও। আজ চিনে নিন রাশিচক্রের বিচারে প্রতারক জাতক-জাতিকাদের। এই ৫ রাশির জাতক-জাতিকারা সম্পর্কে কেবল প্রতারণাই করেন না, বরং সেই প্রতারণা লুকিয়ে রাখতেও বেশ পটু!

মেষ (২১ মার্চ হতে ১৯ এপ্রিল)
ছটফটে স্বভাবের মেষ খুব দ্রুতই আগ্রহ হারিয়ে ফেলে যে কোন কিছুর ওপর থেকে। হ্যাঁ, মানুষের ক্ষেত্রেও এই কথা সত্য। কামনা ও যৌনতা প্রায়ই তাঁদেরকে মোহে অন্ধ করে দেয়, হারিয়ে যেতে দেয় স্বাভাবিক বোধবুদ্ধিকে। ফলে সম্পর্কের ক্ষেত্রে প্রায়ই তারা আগেপিছে কিছু চিন্তা না করেই প্রতারণা করে বসেন তারা। ব্যাপারটি যে অন্যায়, সেটাও অনেক মেষ জাতক-জাতিকা অনুধাবন করতে পারেন না। ফলে লুকিয়ে রাখা নিয়েও অপরাধবোধে ভোগেন না। তবে হ্যাঁ, ছটফটে স্বভাবের জন্য মেষের প্রতারণা ধরে ফেলা সহজ। কেননা কিছু না কিছু ভুল তারা করেই ফেলেন সর্বদা! যদিও ধরা পড়ার পরেও তাঁদের মাঝে পরিবর্তন আনা কঠিন।

মিথুন (২১ মে থেকে ২০ জুন)
সমস্ত রাশির মাঝে মিথুন জাতক-জাতিকারাই সম্ভবত সবচাইতে বেশি প্রতারক স্বভাবের। কারণে এই রাশির মানুষের মাঝে দ্বিমুখী সত্ত্বা প্রবলভাবে কাজ করে। তারা জীবনে সবকিছুই একের একাধিক পছন্দ করে। প্রায় দেখা যায় মিথুন জাতক-জাতিকারা মানসিক ও শারীরিক চাহিদা মেটাতে দুজন ভিন্ন ভিন্ন মানুষের সাথে জড়িত। সামাজিকতা প্রিয় মিথুন একাধিক সম্পর্কে জড়াতে না চাইলেও কোন না কোনভাবে সেটা হয়ে যায় এবং ব্যাপারটি তারা পছন্দও করে। মিথুনের প্রতারণা ধরা কঠিন, কেননা ধরা পড়ার পর তারা ঠিক তাই বলবে যা আপনি শুনতে চান এবং মন পুনরায় বিগলিত করে ফেলবে।

তুলা (২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর)
মেষ বা মিথুনের চাইতে তুলার প্রতারণা একেবারেই ভিন্ন। তুলা জীবনে সবকিছুর সমতা ভালোবাসে। সুখী জীবনের জন্য সুখী সম্পর্কই তাঁদের একমাত্র চাওয়া। তুলা রাশির জাতক-জাতিকারা তখনই প্রতারণা করে, যখন বর্তমান সম্পর্কটি থেকে তাঁদের সকল চাওয়া-পাওয়া পুর্ন হয় না। ব্যাপারটি নিয়ে চরম অপরাধবোধে ভোগার কারণে লুকিয়ে রাখার চেষ্টায় সদা তৎপর থাকে তারা। ধরা পড়ার পর স্রেফ অস্বীকার করা তাঁদের একমাত্র হাতিয়ার। কিন্তু বারবার চাপ প্রয়োগ করলে তারা এক পর্যায়ে স্বীকারও করে এবং প্রতারণার কারণ বুঝিয়ে বলার চেষ্টা করে। যতক্ষণ তুলা জাতক-জাতিকা নিজের সম্পর্ক নিয়ে সন্তুষ্ট, ততক্ষণ কিন্তু তারা কোন ভাবেই প্রতারণা করে না!

বৃশ্চিক (২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর)
বৃশ্চিক প্রায়ই নিজেকে সবচাইতে বিশ্বস্ত সঙ্গী বা সঙ্গিনী হিসেবে প্রমাণ করতে পারলেও প্রতারণার ক্ষেত্রেও তারা পিছিয়ে নন। কেননা বৃশ্চিক তখনই প্রতারণা করে, যখন তার মাঝে থাকে গভীর অতৃপ্তি। রাশিগত ভাবেই বৃশ্চিক জাতক-জাতিকারা গোপনীয়তা প্রিয়। গোপন থ্রিল বা এডভেঞ্চার প্রায়ই তাঁদেরকে আকর্ষণ করে এবং অকারণেই নানান ব্যাপার গোপন রাখা তাঁদের অভ্যাস। ফলে বৃশ্চিকের প্রতারণা ধরা খুবই কঠিন। কিন্তু একবার যদি তারা ধরা পড়ে, তবে পরবর্তীতে আর প্রতারণায় জড়ায় না। বরং রাতারাতি নিজেদেরকে খুবই বিশ্বস্ত সঙ্গী হিসেবে প্রমাণ করতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ)
পরস্পর দ্বিমুখী সত্ত্বার অধিকারী মীনের জন্য সম্পর্কে প্রতারণা খুবই স্বাভাবিক। তারা একসাথে দুটি নয়, বরং একাধিক সম্পর্কে জড়িয়ে যেতে পটু। কল্পনার দুনিয়ায় বাস করা মীনের প্রায়ই নিজের বর্তমান সঙ্গী বা সঙ্গিনীকে ভালো লাগে না, বরং অন্য কারো দিকেই মনোযোগ বেশি থাকে। মীনের প্রতারনাও সহজে ধরা যায় না কারণ তারা মিষ্টিভাষী এবং মিথ্যা বলায় পটু। ধরা পড়ার পরেও মীন একাধিক সম্পর্ক চালিয়ে চায়। একাধিক সম্পর্কের ব্যাপারটি যে অন্যায়, সেটাই বুঝতে যায় না অনেক মীন রাশির জাতক ও জাতিকারা। নিত্যনতুন মানুষের সংস্পর্শ তুলা রাশির মত মীন রাশিও ভালবাসে

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews