এম.মনির, ব্যুরো চীফ, কুমিল্লা:
মানবতার সেবার ব্রত নিয়ে এক ঝাঁক মেধাবী, তরুন, শিক্ষিত ও মানবতার সেবকদের নিয়ে যাত্রা শুরু করে কুমিল্লা ফাউন্ডেশন (একটি অরাজনৈতিক অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান)।বৈশ্বিক মহামারী করোনায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রান্তিক অসহায় জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত, অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন, আর্থিক সহায়তা প্রদান, ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরন, বাসস্থান নিশ্চিতসহ মানবতার কল্যানে নানামুখী কর্মকান্ড সম্পাদন করে ইতোমধ্যেই বেশ ভূয়সী প্রশংসা অর্জন করেছে “কুমিল্লা ফাউন্ডেশন”।করোনার প্রথম থেকেই হাসপাতালে না এসে ঘরে বসেই রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৫জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালনা করেন টেলিমেডিসিন সেবা যা বর্তমানেও অব্যাহত আছে।টেলিমেডিসিন সেবার মাধ্যমে ফোন করলেই বিশেষজ্ঞ ডাক্তাররা ঔষুধ লিখে দিচ্ছেন পাশাপাশি শর্ত সাপেক্ষে রোগীদের বাড়ি পৌঁছে দিচ্ছেন ঔষুধ সামগ্রী।
এতে করে টেলিমেডিসিন সেবার মাধ্যমে উপকৃত হচ্ছেন শত শত রোগী।এছাড়া বিশেষজ্ঞ ডাক্তাররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে লাইভে এসে রোগীদের করোনা কালীন করনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে রোগীদের স্বাস্থ্যসচেতনতার মান ত্বরান্বিত করছেন।স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি অসহায়দের পাশে সহযোগিতার হাত প্রসারিত করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করছে সংগঠনটি। তারই ধারাবহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যানে খবর পেয়ে জেলার নাঙ্গলকোট উপজেলার কেন্দ্রা গ্রামে এক বিধবা মহিলাকে ঘর তৈরী করার জন্য সংগঠনের এক সদস্যের মাধ্যমে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করেন।
করোনায় সচেতনতার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে লালমাই উপজেলার করোনা পজেটিভ এক রোগীর বাড়িতে উপহার স্বরুপ খাদ্য ও ঔষুধ সামগ্রী পৌঁছে দেন।এছাড়া কোন রকম প্রচার-প্রসারনা ছাড়া করোনার প্রথম থেকেই ছিন্নমুল, অসহায়, ভাসমান, মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।ডাক্তারদের টেলিমেডিসিন সেবার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেকোন সমস্যার কথা এসএমএসের মাধ্যমে জানতে পারলেই সংগঠনের সদস্যরা তা সমাধানের চেষ্টা অব্যাহত রাখছেন।নাম প্রকাশ করতে অনিচ্ছুক সংগঠনের সাথে সম্পৃক্ত এক বিশেষজ্ঞ ডাক্তার জানান, করোনা’র এই ক্রান্তিকালে শুরু থেকেই আমাদের ২৫জন দক্ষ চিকিৎসক সার্বক্ষনিক টেলি মেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের চিকিৎসকগন বিভিন্ন সময় ফেইসবুক লাইভে এসে করোনা কালীন করনীয় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও সেবা দিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা কিছু অসহায়, ভাসমান, ছিন্নমূল মানুষদেরকে ত্রান ও উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply