নামাজ যদি নাই বা পড়িস
কিভাবে হয় মুসলিম দাবি?
কি করে খুলবি বল তুই
জাহান্নাম ছেড়ে জান্নাতের চাবি?
নেতার ডাকে রাত জাগা হয়
ফজর হয় না ঘুমের কারণে,
এই দুনিয়ার সব নেতাদের ঠাঁই
হবে একদিন আল্লাহর চরণে।
দুপুর কাটে কাজ আছে বলে
যোহর তোর হয়রে ক্বাযা,
এই দুনিয়ার সব কাজ মিছে
নামাজী যে সে তো রাজা।
আড্ডায় তোর কেটে যায় আসর
মাগরিব চলে যায় তার টানে,
স্রষ্টার ঐ নিয়ম ভুলে গিয়ে
ছোটছিস তুই কিসের পানে?
ক্লান্ত দেহ দেখিয়ে মুখে-মনে
এশা না পড়ে দিলি ঘুম,
নষ্ট করে দিলি মনের কোটর
জমে যাচ্ছে পাপের ধুম।
ওরে ও ভাই জাগরে এবার তুই
ভুলে সব যত অজুহাত,
নামাজ পড়ে দাবি কর মুসলিম
চেয়ে নে খুঁজে মাগফেরাত।
Leave a Reply