মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন

( জাগো কুমিল্লা.কম)

কুমিল্লার এই তরুণ  শিল্পী গান গেয়ে যেতে চান বহুদূর। ’পালঙ্কে না থুই’ আলব্যামে সর্বমোট ৮ টি গান রয়েছে। তারমধ্যে অন্যতম কাষ্ঠখরি গানটি।গান টি রচনা করেন দেশ বরেণ্য রচয়িতা তাপস চৌধুরী এবং গানটি সুর করেছেন বিখ্যাত সুরকার লিটন দাস।

তরুণ কন্ঠ শিল্পী এইচ এম আলাউদ্দিন নতুন নতুন গানের মাধ্যমে শ্রোতদের মন জয় করেছেন। ইতিমধ্যে কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এইচ এম আলাউদ্দিন কমিল্লার ছেলে। আলাউদ্দিন গানের সিড়িঁতে ওঠার জন্য সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন। তার স্বপ্ন গানের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা।

তিনি বলেন, শ্রোতাদের জন্য গানের মাধ্যমে কিছু করতে চাই। ছোট বেলা থেকেই গানের সাথে আছি, থাকবো। সব সময় সবার অনুপ্রেরনা চাই।আমি যাতে কুমিল্লাবাসীসহ সকলের সহযোগিতা নিয়ে গানের সাথে থেকে সকলকে নতুন নতুন গান উপহার দিতে পারি। সকলের দোয়া কামনা করছি।

গানটি দেখতে এখানে ক্লিক করুন

পরবর্তীটি গানটি দেখতে ভিজিট করুন:

আরও পড়ুন

%d bloggers like this: