সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:
সানি লিওন। বিতর্ক যেন তার পিছু ছাড়ছেই না। নীল ছবি ছেড়ে বলিউড সিনেমায় ইতোমধ্যে নিজের অবস্থান শক্ত করেছেন। তবুও কিছু একটা করলেই, সানি লিওনকে নিয়ে রীতিমতো হামলে পড়েন নেটিজেনরা।

এবারও তেমনটিই হল। ফার্দাস ডে-তে নিজের মেয়ে, স্বামীকে নিয়ে সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে ছবি দিতেই নেটিজেনরা শুরু করেদিয়েছেন সানির সমালোচনা।

সানি লিওনের ইনস্টাগ্রামের দিকে খেয়াল করলে দেখা যাবে পাশে স্বামী ড্যানিয়েল, কোলে মেয়ে নিশাকে নিয়ে ছবি দিয়েছেন সানি। উপলক্ষ্য হচ্ছে- ফার্দাস ডে। যেহেতু এই ছবিতে সানির শরীরে কোনো কাপড় নেই বলে মনে হয়েছে, তা নিয়েই যত শোরগোল। এমনকি, উন্মুক্ত ছিলেন সানি লিওনের স্বামী বর ড্যানিয়েলও।

এই ছবি পোস্ট করে সানি লিখেছেন, ‘আজ পিতৃ দিবস। তাই এই ছবির মাধ্যমে গভীর ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ সানি, নিশার সঙ্গে দেখা করার জন্য এবং তাকে ভালোবাসার জন্য এবং আমাদের দুজনকেই এভাবে ভালোবাসা দেয়ার জন্য।’

সানির এই ছবির নিচেই নানা রকম তীর্যক মন্তব্য করেছেন নেটিজেনরা। তবে সেই মন্তব্যের কোনো জবাব দিতে চাননি সানি ও ড্যানিয়েল দম্পতি।

আরও পড়ুন

%d bloggers like this: