অনলাইন ডেস্কঃ
ছেলের মাত্রাতিরিক্ত পাবজি গেম খেলার নেশা মোটেও পছন্দ করতেন না বাবা। তাই গেমে খেলতে নিষেধ করেন। পাবজি খেলতে বারণ করাতেই ছেলের হাতে নিজের প্রাণ দিতে হলো শেষ পর্যন্ত। এই ঘটনার পর রঘুবীর নামের ওই ছেলেকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কর্নাটকের বেলাগাভি জেলায় রবিবার রাতে এই ঘটনা ঘটে।
২৫ বছরের রঘুবীর তার ৬৫ বছরের বাবাকে খু ন করে। রঘুবীরের বাবা শনক্রাপ্পা কুমবর একজন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী ছিলেন। রঘুবীর বাবাকে খু ন করে তার মাথা ও পা কেটে ফেলেন। শান্তিতে পাবজি খেলতেই বাবাকে খু ন করেছে বলে পুলিশি জেরায় স্বীকার করেন তিনি।
Leave a Reply