1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কোলবালিশের জন্য বিবাহিত-অবিবাহিতদের মাঠের লড়াই তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের লাকসাম -মনোহরগঞ্জের সাবেক এমপি বিএনপি নেতা আনোয়ারুল আজিম আর নেই কক্সবাজারে মার্কিন বাহিনী নিয়ে সমালোচনা; ফায়ার সার্ভিস জানাল তারা প্রশিক্ষক!  ক্ষমা না চাইলে হাসনাত আবদুল্লাহকে  কুমিল্লা মাটিতে পা রাখতে  দেওয়া হবে না! সংবাদ সম্মেলনে বিএনপি নেতার হুঁশিয়ারি! গাজায় ফের বর্বরোচিত হামলা, শিশুসহ নিহত অন্তত ৮১ কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ প্রাণ গেল ৪ জনের, জানা গেল পরিচয়!

নাঙ্গলকোটে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রলীগ কর্মী নিহত

  • প্রকাশ কালঃ রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ২৩৯

বারী উদ্দিন আহমেদ বাবর:
কুমিল্লার নাঙ্গলকোটে থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মেহেদী হাছান (২৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের অলিপুর গ্রামের কাতার প্রবাসী একরামুল হকের ছেলে। শনিবার রাত আড়াইটার সময় নাঙ্গলকোট-মাহিনী-বাঙ্গড্ডা সড়কের ছুপুয়া গ্রাম এলাকার মদিনা ব্রিকসের পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত রাম দা, একটি এলজি, দুটি বুলেট ও এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাছানকে বাদ আসর অলিপুর গ্রামস্থ পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে।

তবে নিহত হাছানের মামা ইব্রাহিম জানান, মেহিদী হাছান মাদক ব্যবসায়ী নয়। শনিবার রাত সাড়ে ১১টায় তাকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, আমার ভাগনে মাদক সেবন বা ব্যবসার সাথে জড়িত নয়। সে এ জাতীয় ঘটনায় কোনদিন গ্রেফতার হয়নি ও মামলার আসামী ছিল না। শুধুমাত্র উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমনের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে সন্দেহজনকভাবে ২নং আসামী করা হয়েছিল।

নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে উপজেলার অলিপুর এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে মাদক বেচাকেনা করতে চৌদ্দগ্রামের মুন্সিরহাটের ২ মাদক ব্যবসায়ী এসেছেন। এমন খবর পেয়ে আমি ফোর্স নিয়ে নাঙ্গলকোট-মাহিনী-বাঙ্গড্ডা সড়কের মদিনা ব্রিকসের পাশ্ববর্তী এলাকায় উপস্থিত হয়ে মেহেদী হাসানকে আটক করি। এ সময় মেহেদী হাসান তার সাথে থাকা রামদা দিয়ে কন্সটেবল অলি উদ্দিনকে ২-৩টা কোপ দেয়। এ সময় অপর মাদক ব্যবসায়ীরা আমাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। আমরাও আতœরক্ষার্থে পাল্টা গুলি করি। এ সময় মেহেদী হাসান গুলিবিদ্ধ হয়। আমার ডান পায়েও একটি গুলি লাগে। গুলিবিদ্ধ মেহেদী হাসানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি আরো জানান, আহত কন্সটেবল অলি উদ্দিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রামদার আঘাতে তার বুকে ৮ ইঞ্চি ক্ষত হয়েছে। ৩৫ টি সেলাই করা হয়েছে। মাথায়ও আঘাত রয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা, অস্ত্র এবং মাদক আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। নিহত মাদক ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ মার্চ নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনকে হত্যা চেষ্টা অভিযোগে দায়ের করা মামলার আসামী হিসেবে জামিনে ছিলেন মেহেদী হাছান।

 

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews