মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:১১ পূর্বাহ্ন

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ৬২৮ বোতল ফেনসিডিল মাদক ব্যবসায়ী আসলাম মিয়াকে আটক করেছে র‌্যাব। সে চৌদ্দগ্রাম উপজেলার সাতঘরিয়া এলাকায় মৃত নূর মিয়ার পুত্র ছেলে।
সোমবার ভোরে চৌদ্দগ্রাম সাতঘরিয়া গ্রামে অভিযান পরিচালন ফেনসিডিল ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিক করে র‌্যাব-১১ কুমিল্লা স্কোয়াড্রন লিডার ও সহকারী পরিচালক (এএসপি) কল্লোল কুমার দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আসলাম মিয়ার (৫০) কাছ থেকে ২ টি চটের বস্তার মধ্যে থাকা ৬২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেফতার আসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে- সে এবং তার সহযোগীরা দীর্ঘদিন থেকে চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বিক্রি করে আসছে।

এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে কল্লোল বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

%d bloggers like this: