মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৫৪ পূর্বাহ্ন

(জাগো কুমিল্লা.কম)
কুমিল্লার মনোহরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় সাফওয়ান নামে ৭ বছরের এক শিশু ঘটনাস্থলে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার মৈশাতুয়া ইউনিয়নের গোয়ালিয়ারা- রশিদপুর সড়কের পাশে বিকাল ৫ ঘটিকার সময়। নিহত শিশু সাফওয়ান মৈশাতুয়া ইউনিয়নের রশিদপুর গ্রামের হাজী সেলিমের বাড়ির শরিফ উদ্দিন রতনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তাদের বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে পিছন থেকে বেপরোয়া গতিতে আসা পিকআপ ভ্যানটি তাকে ধাক্কা দেয়। সাথে সাথে তার মাথায় আঘাত লেগে মাথার মস্তিস্ক বের হয়ে যায় এবং ঘটনাস্থলে সে মারা যায়। স্থানীয় জনগণ পিকআপটি আটক করে রাখে। ড্রাইভার পালিয়ে গেছে।

মনোহরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি।

আরও পড়ুন

%d bloggers like this: