(জাগো কুমিল্লা.কম)
ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। প্রতিদিন ১ কোটিরও বেশি টাকা আয় করছেন বাংলাদেশি ফ্রিল্যান্সাররা। এ খাতে নতুন প্রজন্মকে সংশ্লিষ্ট করার জন্য নানা উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় কুমিল্লার সেরা তিন ফ্রিল্যান্সারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন, গ্রাফিক্স ডিজাইনার নূরে আলম জেবিন ,ইন্টারনেট মার্কেটার রনি জাহিদ , ডিজিটাল মার্কেটার কৌশিক চন্দ্র ।
ইন্টারনেট মার্কেটার রনি জাহিদের হাতে ল্যাপটপ তুলে দিচ্ছে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।
৯ জুন শনিবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলার অনুষ্ঠিত হয়। মেলা শেষে কুমিল্লার সেরা তিন ফ্রিল্যান্সাকে একটি করে ল্যাপটপ উপহার দেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার উপস্থিত ছিলেন।
ডিজিটাল মার্কেটার কৌশিক চন্দ্র’র হাতে ল্যাপটপ তুলে দিচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার
আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর,লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইসমাইল হোসেন, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনেয়ারা বেগম, পুলিশ সুপার মো: শাহ আবিদ হেসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সারওযার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। শনিবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দত্তপুরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়।
নুরে আলম জেবিনের হাতে ল্যাপটপ তুলে দিচ্ছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।
উল্লেখ্য সম্মাননা পাওয়া নুরে আলম জেবিন বিভিন্ন মার্কেট প্লেসে গ্রাফিক্স ডিজাইনা নিয়ে ৬ বছর ধরে কাজ করছেন, রনি জাহিদ ইন্টারনেট মার্কেটার হিসেবে ৯ বছর ধরে কাজ করছেন, কৌশিক চন্দ্র ডিজিটাল মার্কেটার হিসেবে ৮ বছর ধরে কাজ করছেন। এ ছাড়া রনি জাহিদ ও নুরে আলম জেবিন বেসিস এওয়ার্ড প্রাপ্ত।
Leave a Reply