রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:০০ পূর্বাহ্ন

Doctor writing out RX prescription selective focus

(দাউদ ওমর ফারুক, কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে বাতিসা ইউনিয়নে ফাস্ট কেয়ার নাজ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এ কথিত ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসার নামে ব্যবসা ও প্রতারনার নতুন ফাঁদ তৈরী করছে। ঐ বিশেষজ্ঞ চিকিৎসক কোন ফি ছাড়াই রোগী দেখবেন এতে ঐ চিকিৎসকের স্বার্থ কি ? বাংলাদেশের কিছু রোগী যেখানে ভারতে গিয়ে অনেক অর্থ ব্যয় করে চিকিৎসা নেন সেখানে ভারতের এই চিকিৎসক বাংলাদেশে এসে বিনা পয়সায় চিকিৎসা দেয়ার নামে নতুন প্রতারণার ফাঁদ তৈরি করছে।

গোপন সূত্রে জানা যায়, এখানে চিকিৎসা দেয়ার নামে রোগীদের ভয় ভীতি দেখিয়ে ভারতে অপারেশন করা সহ নানা রকম প্রলোভন দেখিয়ে ব্যবসার পরিকল্পনা করা হয়েছে। এলাকা বাসীদের অভিযোগ এই হাসপাতালের লোকজন দালাল মারফত খবর ছড়িয়ে দিচ্ছে এই চিকিৎসকের মাধ্যমে ভারতে কম খরচে অপারেশন করার কথা বলে ফুসলিয়ে তাদের ভারত মুখী করার চেষ্টা শুরু করছে।

ঐ চিকিৎসক নিজ খরচে প্রতি মাসে চৌদ্দগ্রামে এসে ফ্রী চিকিৎসা দিবেন এতে তার কি লাভ নাকি প্রতারণা করে গরীব অসহায় রোগীদের ব্রেন ওয়াশ করে বাংলাদেশে চিকিৎসা নেই বলে ভারতে অপারেশন করার কৌশল নিবেন জনমনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

১লা জুন ২০১৮ বিকেল ৩টা থেকে ফ্রী রোগী দেখবেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ হিমানসু কে দাসমাহাপত্র, কার্ডিওথোরাসিক সার্জন। এই বিজ্ঞাপন টি প্রচার করছে ফাস্ট কেয়ার নাজ হসপিটাল। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা কোন প্রকাশ মন্তব্য করতে রাজি হয়নি।

এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন মজিবুর রহমান বলেন, আমরা স্বাস্থ্য সেবা গ্রামে-গঞ্জের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিয়েছি।  সে ক্ষেত্রে ভারতীয় চিকিৎসক কাছে সেবা নেওয়ার প্রয়োজন মনে করি না। বিষয়টি খোঁজ নিয়ে  ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

%d bloggers like this: