অনলাইন ডেস্কঃ
আজ আপনার জন্ম হলে পাশ্চাত্য মতে আপনি কন্যা রাশির জাতক জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বুধ। ১০ তারিখে জন্ম হবার কারনে আপনার উপর রবির প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ১,১০,১৯,২৮। শুভ বর্ণ: কমলা ও সবুজ। শুভ বার ও গ্রহ: রবি ও বুধ। শুভ রত্ন: পান্না বা রুবী। আজকের দিনে জন্মগ্রহণকারী বিখ্যাত ব্যক্তিরা হলেন: লালশালু খ্যাত সৈয়দ ওয়ালী উল্লাহ, চিত্রপরিচালক মাযহারুল ইসলাম, এ টি এম শামসুজ্জামান, এমি আরভিং প্রমুখ।
আজকের দিনের শুভ বর্ণ: আজ আপনার জন্য কমলা ও সবুজ বর্ণ ভালো ফল বয়ে আনবে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময় হলো: সকাল: ৮:২২-১০:৫০, দুপর: ১:১৬- ৫:২৫ এবং রাত: ৯:২০-১১:৩০ এর মধ্যে। আজকের দিনের বর্জিত খাদ্য: পুঁইশাক খাওয়া নিষেধ। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। ১২শী তিথি,রাত: ৩:৪৫ থেকে ১৩শী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কোন সাঙ্গঠনিক বা সামাজিক কাজে অংশ নিতে পারেন। প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা হওয়াতে আনন্দ বৃদ্ধি পাবে। ধর্মীয় ও আধ্যাত্মীক ক্ষেত্রে দূরের যাত্রার সুযোগ আসবে। পিতার সাথে কোনো মেলায় বেড়াতে যেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আপনার ভাগ্য আজ বলবান থাকবে। ধর্মীয় কাজে অংশ নিতে পারেন। বিদ্যার্থীদের মনবাসনা পূর্ণ হবার যোগ। জীবীকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে। নিজের জন্য কিছু সময় বেড় করে নিন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য কিছুটা দূর্বল থাকবে। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। কোনো পাওনাদারের টাকা শোধ করতে পারেন। আর্থিক ক্ষেত্রে হটাৎ কিছু টাকা ধার করার যোগ প্রবল। চিকিৎসক ও ডায়গনেস্টিকের মালিকরা ভালো আয়ের সুযোগ পাবেন। আতশবাজি বা রাষায়নিক দ্রব্য ব্যবহারে বিরত থাকুন।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বন্ধের দিন হওয়াতে জীবন সাথীকে সময় দিতে পারবেন। গৃহস্থালী কাজে অংশ নিয়ে জীবন সাথীর সান্নিধ্যকে উপভোগ করুন। খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের আজ কাজের চাপ তুলনামূলক কম থাকবে। কোন আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন।
সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আজ মন মেজাজের উপর নিয়ন্ত্রন রাখার চেষ্টা করুন। জীবন সাথীর শরীর ভালো যাবে না। ব্যবসায়ীক কাজে কোনো শত্রুতার সম্মূখীন হতে হবে। অণৈতিক সম্পর্কের কারনে কিছুটা দূর্ণামের সম্মূখীণ হতে হবে।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি বন্ধের দিন হওয়াতে বাচ্চাদের নিয়ে তাজিয়া মিছিল দেখাতে নিয়ে যেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের দেখা হওয়ার সুযোগ আসবে। কোনো বিনোদন কেন্দ্রে বেড়াতে যাওয়ার যোগ। শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। কারো সাথে প্রণয়ে জড়ানোর সম্ভাবনা।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি পারিবারিক ব্যস্ততার। সকাল থেকেই মায়ের সাথে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়তে পারেন। গৃহে কিছু আত্মীয় স্বজন আসতে পারে। বকেয়া টাকা আদায়ের সুযোগ আসবে। আজ যানবাহন বা গবাদি পশু ক্রয় করতে পারেন। আত্মীয়র সাহায্য পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ছোট ভাই বোনের বাসায় বেড়াতে যেতে পারেন। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আসতে পারে। মিডিয়া কর্মী ও সাংবাদিকদের কাজের চাপ কিছুটা কমতে পারে। গার্মেন্টস ব্যবসায় নুতন কাজের সুযোগ আসবে।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। কাঙ্গালী ভোজের আয়োজন করতে পারেন। শরবত পানিয় ও চা কফির ব্যবসায় ভালো আয়ের সুযোগ আসবে। বাড়িতে ভাই বোনের আগমন হবে। কোন ধর্মীয় কাজে ব্যয় করতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার দিনটি প্রভাব প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধির। কোনো দাতব্য কাজে অর্থ ব্যয় করতে পারেন। অসুস্থদের আরোগ্য লাভের যোগ প্রবল। সামাজিক ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে। মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানের কাজে কিছু সময় ব্যয় করতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি): কুম্ভের জাতক জাতিকার দিনটি ভালো যাবে। গ্রামের বাড়িতে বেড়াতে যেতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের কাজে অগ্রগতি হবে। সাংসারিক প্রয়োজনে ব্যয়বৃদ্ধি পাবে। আর্থিক ও সামাজিক কাজে সতর্ক হতে হবে। কেউ আপনার দূর্ণাম রটাতে পারে। রাস্তাঘাটে সতর্ক থাকতে হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): মীনের জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ বড় ভাই বোনের সাথে কোনো অনুষ্ঠানে বেড়াতে যেতে পারেন। বন্ধুদের সাহায্য আশা করতে পারেন। ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পাবেন। বকেয়া কোনো লেনদেনের টাকা প্রাপ্তির সুযোগ আসবে। আর্থিক অবস্থা ভালো থাকবে।
এএস/ডিএ
Leave a Reply