1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
দেবিদ্বারে ঘোড়া প্রতিকের দুই কর্মীকে পিস্তল ঠেকিয়ে রড দিয়ে মারধরের অভিযোগ! প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রোশন আলী ও তাঁর স্ত্রী শাহিদা সকালেই কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা; রিলাক্স বাস উল্টো নিহত ৫ কুমিল্লায় ট্রেনে ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু, ট্রেন আটকে বিক্ষোভ ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন কুভিক অর্থনীতি বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট প্রথম বর্ষ চ্যাম্পিয়ন  কুমিল্লায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার কুমিল্লায় মৃত্যুদণ্ড রায় শুনে পালানোর সময় দুই আসামি গ্রেফতার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে – এমপি বাহার

কুমিল্লায় ভোট যুদ্ধে ৮৪ জন, জেনে নিন কে কোন প্রতীক পেলেন!

  • প্রকাশ কালঃ সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭৬

নিজস্ব প্রতিবেদক:
মহাজোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী সহ কুমিল্লা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের দেয়া নির্ধারিত সময় অনুযায়ী গতকাল সারা দেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ য়ে জেলা রিটার্নিং কর্মকর্তাগণ। গতকাল সকাল থেকেই জেলার ১১টি আসনের প্রতিটি প্রার্থীরগণ প্রতীক গ্রহন করেছেন। তবে বেশীর ভাগ প্রার্থী নিজেরা উপস্থিত না হয়ে প্রতিনিধিদের মাধ্যমে স্ব-স্ব প্রতীক গ্রহন করার দৃশ্য চোখে পড়েছে। ১১টি আসনের যারা প্রতীক পেয়েছেন

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন: আওয়ামী লীগের মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া (নৌকা), বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন (ধানের শীষ), জাতীয় পার্টির আবু জায়েদ আল-মাহমুদ (নাঙ্গল), বাংলাদেশ খেলাফত মজলিশের মোহসিন উদ্দিন বেলালী (রিকশা), ইসলামী ঐক্যজোটের মো. আলতাফ হোসাইন (মিনার), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা সুলতান মহিউদ্দিন (বট গাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের বশির আহমেদ (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী মো. আল-আমিন ভূইয়া (সিংহ)।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন: বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন (ধানের শীষ),আওয়ামী লীগের সেলিমা আহমাদ মেরী (নৌকা), জাতীয় পার্টির মো.আমির হোসেন (নাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল আলম (হাত পাখা), জাকের পার্টির আ. লতিফ স্বপন (গোলাপ ফুল), বাংলাদেশ মুসলিম লীগের মো. নুরে আলম ভূঁইয়া (হারিকেন), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. জাকির হোসেন (ফুলের মালা) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. গোলাম মুস্তফা (টেলিভিশন)।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন: আওয়ামী লীগের ইউসুফ আবদুল্লাহ হারুন (নৌকা), বিএনপির কেএম মজিবুল হক (ধানের শীষ), বাংলাদেশ জাতীয় পার্টির মো: হেলাল উদ্দিন (কাঁঠাল), পিডিপি’র মো: কামাল উদ্দিন ভূইয়া (বাঘ), জাকের পার্টির কাজী নজরুল ইসলাম (গোলাপ ফুল), জাতীয় পার্টির আলমগীর হোসেন (নাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আহমদ আবদুল কাইয়ূম (হাতপাখা), জাতীয় পার্টি-জেপির কাজী জাহাঙ্গীর আমীন (বাই সাইকেল), স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (কুড়াল), আরিফুল ইসলাম (সিংহ), মো.আবুল কালাম আজাদ (ডাব), কাজী মোস্তাকিম আহমেদ (মাথাল), আবদুল্লাহ নজরুল (নোঙ্গর), হেলাল উদ্দিন (আপেল), ও গণফোরামের আকবর আমিন বাবুল (সূর্য)।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন: আওয়ামী লীগের রাজী মোহাম্মদ ফখরুল (নৌকা), জেএসডি-ঐক্যফ্রন্টের আবদুল মালেক রতন (ধানের শীষ), জাতীয় পার্টির মো: ইকবাল হোসেন রাজু (নাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মো. মহসিন আলম (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের মো. বিন ইয়ামিন সরকার (মিনার), জাকের পার্টির আবদুল হালিম (গোলাপ ফুল)।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন: আওয়ামী লীগের আবদুল মতিন খসরু (নৌকা), বিএনপির অধ্যক্ষ মো. ইউনুস (ধানের শীষ), জাতীয় পার্টির মোহাম্মদ তাজুল ইসলাম (নাঙ্গল), জাকের পার্টির মো. নুরুল আলম ভূঁইয়া (গোলাপ ফুল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো: রাশেদুল ইসলাম রহমতপুরী (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল ক্বাফী রতন (কাস্তে) ও ইসলামী ঐক্যজোটের শাহ আলম (মিনার)।

কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সিটি করপোরেশন এলাকা) আওয়ামী লীগের হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার (নৌকা), বিএনপির মোহাম্মদ আমিন-উর রশিদ ইয়াছিন (ধানের শীষ), জাকের পার্টির আবুল হোসেন মজুমদার (গোলাপ ফুল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. তৈয়্যব (হাতপাখা)।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসন: আওয়ামী লীগের অধ্যাপক মো. আলী আশরাফ (নৌকা), এলডিপি-২০ দলীয় জোটের রেদোয়ান আহমেদ (ধানের শীষ), জাকের পার্টির মো. শাহজাহান সিরাজ (গোলাপ ফুল), জেএসডির অধ্যাপক মো. আবু তাহের (তারা প্রতীক), খেলাফত মজলিশের মো. নোমান মাযহারী (দেয়াল ঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল কালাম (হাতপাখা), জাতীয় পার্টির লুৎফুর রেজা খোকন (নাঙ্গল) ও কল্যাণ পার্টির সুলতান মঈন আহমেদ (হাত ঘড়ি)।

কুমিল্লা-৮ (বরুড়া) আসন: আওয়ামী লীগের নাছিমুল আলম চৌধুরী নজরুল (নৌকা), জাতীয় পার্টি-নুরুল ইসলাম মিলন (নাঙ্গল), বিএনপির জাকারিয়া তাহের সুমন (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবুল ফারাহ মো. আবদুল আজিজ (বট গাছ), বাংলাদেশ মুসলিম লীগের খোন্দকার জিল্লুর রহমান (হারিকেন), জাকের পার্টির শরীফুল ইসলাম (গোলাপ ফুল), বাংলাদেশ ওয়ার্কাস পার্টির মো. আহসান উল্লাহ (হাতুড়ি), গণফ্রন্টের মো. দুলাল মিয়া (মাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মিজানুর রহমান (হাতপাখা)।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন: আওয়ামী লীগের মো. তাজুল ইসলাম (নৌকা), বিএনপির এম. আনোয়ার-উল আজিম (ধানের শীষ), জাতীয় পার্টির এটিএম আলমগীর (নাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের সেলিম মাহমুদ (হাতপাখা), বাংলাদেশ মুসলিম লীগের মো. আবদুল আউয়াল (হারিকেন), ইসলামী ঐক্যফ্রন্টের মো. আবু বকর সিদ্দিক (চেয়ার) ও জাকের পার্টির অ্যাডভোকেট টিপু সুলতান (গোলাপ ফুল)।

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসন: আওয়ামী লীগের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (নৌকা), বিএনপির মো. মনিরুল হক চৌধুরী (ধানের শীষ), ন্যাশনালস পিপলস পার্টি-এনপিপি এম অহিদুর রহমান (আম), জাকের পার্টির একেএম আবদুস সালাম মজুমদার (গোলাপ ফুল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জামাল উদ্দিন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর সিদ্দিক (আপেল) ও মো. লুৎফুর রহমান (সিংহ)।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন: আওয়ামী লীগের রেলমন্ত্রী মো. মুজিবুল হক (নৌকা), জামায়াত ও ২০ দলীয় জোটের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (ধানের শীষ), বিকল্পধারার মাওলানা শামছুল হক জিহাদী (কুলা), জাকের পার্টির তাজুল ইসলাম বাবুল (গোলাপ ফুল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কামাল উদ্দিন ভূঁইয়া (হাতপাখা)।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews