সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৪ জুন পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে এ আদেশ দেন বিচারক আখতারুজ্জামান।

এদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, খালেদা জিয়াকে বারবার আদালতে হাজির না করায় মামলার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। এ জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মামলার কার্যক্রম পরিচালনা করতে বিচারপতির প্রতি আহ্বান জানান তিনি।

আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান,বাংলাদেশের আইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ধরনের মামলা পরিচালনার কোনো সুযোগ নেই। পাশাপাশি এ মামলায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য জামিনের আবেদন করেন তিনি।

এর আগে অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় যুক্তিতর্ক পিছিয়ে আজ ১০ মে দিন ধার্য করে আদালত।

উল্ল্যেখ, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ চার আসামির বিরুদ্ধে ২০১০-এ রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক।

আরও পড়ুন

%d bloggers like this: