(তপন সরকার, হোমনা-তিতাস প্রতিনিধি)
প্রতি বছরের ন্যায় এ বারও ঈদকে সামনে রেখেকুমিল্লার হোমনা তিতাস উপজেলায় সেলিমা আহমাদ মেরী’র নিজ উদ্যোগে ৪ হাজার পিছ শাড়ি ও ২ হাজার পিছ লুঙ্গি বিতরণ করা হয়েছে ।
গত বৃহস্পতিবার থেকে হোমনা তিতাস উপজেলার ইউনিয়নে ইউনিয়নে গিয়ে নিজ হাতে এ শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন উপজেলার পাথালিয়া কান্দির কৃতি সন্তান নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট নারী উদ্যোক্তা কুমিল্লা (উঃ)জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূইয়া,উপজেলা কালাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান বাহার উদ্দিন বাহার, ভিটিকান্দি ইউনিয়ন আঃ লীগ সভাপতি এইচ এম এখলাস, আঃ লীগ নেতা মো. মজিবুর রহমান, আঃ লীগ নেতা মো. আলাউদ্দিন সরকারসহ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply