সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৬ পূর্বাহ্ন

আশিক ইরান।।
যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে বরুড়া উপজেলার হরিশপুরা কামাল হোসেন কলেজ। দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও আলোচনা সভা আয়োজিত হয়।


কলেজ অধ্যক্ষ প্রফেসর কাজী মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিউল্লাহ পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মাওলানা কামাল হোসেন পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


সভায় বক্তারা বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসামান্য অবদানকে স্মরণ করেন। একই সাথে ৭৫’র ১৫ আগস্টে নৃশংস হত্যাকান্ডের মাধ্যমে বাঙালি জাতির প্রতি দেশি-বিদেশী চক্রান্ত নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন

%d bloggers like this: