সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:০৩ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:
প্রত্যেক হজযাত্রী এবার এক হাজার ডলার সঙ্গে নিয়ে যেতে পারবেন। বিমান, বাড়ি ভাড়াসহ অন্যান্য সব খরচের বাইরে এ অর্থ সঙ্গে করে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা যেভাবেই যা প্রত্যেক হজযাত্রীরা এ অর্থ সাথে নিতে পারবেন।

বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় বা প্রিন্সিপাল অফিসে বুধবার (২৩ মে) পাঠানো সার্কুলারে বলা হয়েছে তো তথ্য জানানো হয়েছে, হজের সার্বিক খরচ ব্যতিত প্রত্যেক হজযাত্রী এক হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন।

তবে এ মুদ্রা ছাড়করণের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আরও পড়ুন

%d bloggers like this: