সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোঃ হুমায়ুন কবির (৪৭) নামের এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।

গত বুধবার বাংলাদেশ সময় রাত ৯টায় সৌদি আরবের আল কাছিম আল বাদাইয়ান এলাকার একটি মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ শেষে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে পিছন দিক থেকে একটি গাড়ির ধাক্কায় এ ঘটনা ঘটে। সে সৌদি আরবের আল কাছিম হেলথ্ ওয়াটারে কর্মরত ছিল।

ব্যাক্তিগত জীবনে সে ১ মেয়ে ও ১ ছেলের জনক। তার মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেয়ে এসেছে।

নিহতের পুত্র রাকিব হোসেন জানান, বুধবার ইফতারের পর বাড়ি ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় মাথায় ও ঘাড়ে আঘাত পায় পিতা হুমায়ুন কবির। এসময় স্থানীয় পুলিশ উনাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

আরও পড়ুন

%d bloggers like this: