শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৯ অপরাহ্ন

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা জেলার মে মাসের সেরা সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন কুমিল্লার সদর সার্কেল এডিশনাল এসপি তানভীর সালেহীন ইমন পিপিএম। শনিবার কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম এই ঘোষণা দেন।

এ ছাড়া মে মাসের সেরা সার্কেল ২য় স্থানে সদর দক্ষিণ সার্কেল সিনিঃ এএসপি গোলাম আম্বিয়া মাহমুদ এবং ৩য় স্থান দেবিদ্বার সার্কেল সিনিঃ এএসপি শেখ মোহাম্মদ সেলিম অর্জন করেন।

মে মাসের সেরা অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করেন অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা নাসির উদ্দিন মৃধা, ২য় স্থান অফিসার ইনচার্জ ব্রাহ্মনপাড়া থানা এবং ৩য় স্থান অফিসার ইনচার্জ বুড়িচং থানা।

কল্যাণ সভায় কুমিল্লা জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের সর্বস্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সদর দক্ষিণ সার্কেল সিনিঃ এএসপি জনাব গোলাম আম্বিয়া মাহমুদ ।


সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ ‍সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জনাব মোঃ সাইফুল ইসলাম এবং কুমিল্লা জেলায় মৌলিক প্রশিক্ষনের জন্য যোগদানকৃত সহকারী পুলিশ সুপারদের কে ফুল ‍দিয়ে বরণ করেন কুমিল্লা জেলার সুপার জনাব মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম।

আরও পড়ুন

%d bloggers like this: