অনলাইন ডেস্ক:
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হলেন এক যুবক! মৃত যুবকের নাম রানা মজুমদার। তিনি এসএসকেএম হাসপাতালের গ্রুপ-ডি বিভাগের একজন কর্মী ছিলেন।
শনিবার ভারতের তপশিয়ার আসগার মিস্ত্রি লেনে এ ঘটনাটি ঘটেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে এক তরুণীর সঙ্গে আলাপ হয় রানার। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। গভীর সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। কিন্তু ছয় মাস আগে রানা জানতে পারেন ওই তরুণী বিবাহিত। তার একটি সন্তানও রয়েছে। কিন্তু এরপরেও তাদের দু’জনের সম্পর্কে কোনো ভাটা পড়েনি।
রানার পরিবারের অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে রানার কাছ থেকে অনবরত টাকা নিত ওই তরুণী। গত বুধবার রানার সঙ্গে এই নিয়ে তুমুল ঝামেলা হয় তরুণীর। তারপরই ওই তরুণী রানাকে জানায় যে, সে আর এই সম্পর্ক রাখতে চায় না। এর পরই শনিবার ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার হয় ওই যুবকের।
এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই তরুণীর ফেসবুক প্রোফাইলটি ভুয়া কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
Leave a Reply