শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন


আবু সুফিয়ান।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগস্ট) কলেজের বাংলা বিভাগ মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফাতেমা সুলতানা।


প্রতিযোগিতার বিষয় ছিল- রচনা, কবিতা আবৃত্তি, কুইজ ও বঙ্গবন্ধুর জীবনী, আদর্শ নিয়ে বক্তৃতা। প্রতিযোগিতায় বিজয়দের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থ পুরস্কার দেওয়া হয়।

উপস্থিত বক্তৃতায় বিজয়ীরা হলেন-নিজাম উদ্দিন, ফারিয়া আহসান ও আব্দুল্লাহ আল মামুন। কবিতা আবৃত্তিতে পুরস্কার পেয়েছেন-ফারিয়া আক্তার মীম, রাশেদা আক্তার মিলি, মো. তানভীর হোসেন। রচনা প্রতিযোগিতার বিজয়ীরা হলেন শিরিন আক্তার পান্না, মো. আরমান ও ফারিয়া আক্তার মীম। কুইজ প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন-রোজিনা আক্তার, শিরিন আক্তার পান্না ও আরমান হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা, মাসুদা তোফা, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাফিউল ইসলাম, মো. নূরে আলম সিদিকী, সহকারী অধ্যাপক রতন আলী, মোহাম্মদ শাহাজাহানসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

আরও পড়ুন

%d bloggers like this: