শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৩৭ পূর্বাহ্ন

(মোঃ শাহীন আলম,চৌদ্দগ্রাম)
লন্ডনের টাওয়ার হ্যামলেটস্ নামের সিটি নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভুত কুমিল্লার চৌদ্দগ্রামের মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইকবাল মোর্শেদ পাপ্পু কাউন্সিলর পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার এলাকার বৈদ্দেরখীল গ্রামের লন্ডন প্রবাসী মোর্শেদ আলম বাবুর পুত্র। গত নভেম্বর থেকে তিনি ক্ষমতাসীন লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন। শনিবার সন্ধ্যা সাতটায় তিনি তথ্যটি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে লন্ডনের টাওয়ার হ্যামলেটস্ সিটি নির্বাচন। সেখানে লেবার পার্টির প্রার্থী হয়ে ব্ল্যাকওয়াল ওয়ার্ডে নির্বাচন করেন মোহাম্মদ ইকবাল মোর্শেদ পাপ্পু। তিনি ১২’শ ৮০ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এনশাম পেয়েছেন ১১’শ ভোট। এদিকে মোহাম্মদ ইকবাল মোর্শেদ পাপ্পু কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার সহপাঠী ও আত্মীয়স্বজনরা।

আরও পড়ুন

%d bloggers like this: