মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৭ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:

বৃদ্ধা শাশুড়িকে ফুল তোলার ‘অপরাধে’ অমানবিক মারধর করলেন তার বৌমা।

ওই শাশুড়ি গাছ থেকে ফুল তুলেছিলেন। এজন্য নিজের বৌমার হাতে এ ভাবে মার খেতে হবে কখনো হয়তো ভাবেতেও পারেননি ওই অশীতিপর বৃদ্ধা। তাকে চড়, থুতনিটা ধরে জোর করে ঠেলে দেয়া, চুলের মুঠি ধরে বেধড়ক মার- এর কোনোটাই বাদ দেননি পাষণ্ড বৌমা। এ সময় বৃদ্ধা শুধুই ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে ছিলেন তার বৌমার দিকে।

এমন অমানবিক ঘটনাটি ঘটেছে ভারতের গড়িয়ার পঞ্চানন তলায়।

এই ঘটনার ভিডিও মোবাইল বন্দী করেছেন প্রতিবেশী এক ব্যক্তি। ওই ব্যক্তি আবার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এরপর সেটি পুলিশের নজরে আসে। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এলাকার লোকেশন জেনে ওই বাড়িতে হানা দেয় বাঁশদ্রোনী থানার পুলিশ।

সূত্রের খবর, কী কারণে মারা হলো এই বৃদ্ধাকে, তা জানতে পরিবারের সঙ্গে কথা বলছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেয়া বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।

আরও পড়ুন

%d bloggers like this: