(মো: নাজিম উদ্দিন, মুরাদনগর )
“Beat Plastic Pollution- আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি” এ প্রতিপাদ্যাকে সামনে রেখে কুমিল্লা মুরাদনগর উপজেলায় বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করে উপজেলা প্রশাসনউপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, ইউআরসি কর্মকর্তা দেলোয়ার হোসেন মৃধা, সহকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন।
উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা প্রদীপ কুমার সাহা, কামারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, নবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বাঙ্গরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা কবির হোসেন, আয়শা আক্তার প্রমুখ।
Leave a Reply