নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলার মতলব উপজেলাধীন কোয়রকান্দি স্বর্গীয় সুভাষ মাষ্টার বাড়ীতে কোয়রকান্দি যুব সংঘের উদ্যোগে গত সোমবার অরুণোদয় হতে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসব চলছে।
উক্ত অনুষ্ঠানের প্রতিটি পর্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কোয়রকান্দি যুব সংঘের উপদেষ্টা এডভোকেট তাপস চন্দ্র সরকার, সভাপতি বিকাশ সরকার ও সাধারণ সম্পাদক পুজন সরকার।
নাম সূধা পরিবেশন করছেন- সাতক্ষীরা হতে আগত শ্রী শ্রী কৃষ্ণ কাঙ্গাল সম্প্রদায়, চাঁদপুর গুরু ভাই সম্প্রদায় ও স্থানীয় কোয়রকান্দি যুব সংঘ।
Leave a Reply