(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং )
“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর গ্রামে আশ্রয়ন প্রকল্পের উপকার ভোগীদের সাথে ১৫ মে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উঠান বৈঠক করেছে।
জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের বড় আনন্দপুর আশ্রয়ন প্রকল্পের ৪০ পরিবারের উপকার ভোগীদের সাথে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান মতবিনিময় করেন।
কশীমূল ইউনিয়ন পরিষদের নবগত চেয়ারম্যান মো: আবদুল করিম ঠিকাদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: মোস্তফা, বাকশীমূল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ম্যান মো: লিটন রেজা ও পরিষদের সকল সদস্য, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে প্রধান অতিথি ইমরুল হাসান বলেন, দেশের সকল ছিন্নমূল ও গৃহহীন মানুষকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা এ সরকার করেছেন। এর অংশ হিসেবে চলমান আশ্রয়ন প্রকল্পের অধীনে সরকার নিজস্ব অর্থায়নের মাধ্যমে গৃহহীন পরিবারকে পুনর্বাসন কার্যক্রম অব্যহত রয়েছে। এ প্রকল্পের আওতায় যারা রয়েছে তারা হলেন, সুবিধা বঞ্ছিত পরিবার, মুক্তিযোদ্ধা, বিধবা, স্বামী পরিত্যক্তা নারীসহ ভূমিহীন বা গৃহহীন পরিবারকে অগ্রাধিকার দেওয়া হয়।
বক্তব্য শেষে আশ্রয় প্রকল্প পরিদর্শন করে তাদের সাথে মতবিনিময়, তাদের সুখ দুঃখের গল্প শুনে তিনি আরো বলেন, সরকারি অর্থায়নে বসবাসরত আশ্রয়কারী যারা রয়েছেন তাদের টয়লেট, বিদ্যুৎ, বাসস্থানের পূর্ণ সংস্কারসহ অন্যান্য সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন।
Leave a Reply