সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:১৩ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:
শুরু হয়ে গেছে বিশ্বকাপ ২০১৮। উদ্ভোদনী ম্যাচে সৌদি আরর কে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারায় স্বাগতিক রাশিয়া। আজ বিশ্বকাপরে দ্বিতীয় দিনে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে মিসর বনাম উরুগুয়ে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচটি। খেলাটি সরারসরি সম্প্রচার করবে মাছরাঙা ও সনি টেন ২।

দ্বিতীয় খেলায় মাঠে নামবে মরক্কো বনাম ইরান। এই ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। সম্প্রচার করবে মাছরাঙা ও সনি টেন ২।

আজকের শেষ ও তৃতীয় ম্যাচে মাঠে নামবে পর্তুগাল বনাম স্পেন। এই খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এই ম্যাচটিও সরাসরি সম্প্রচারিত হবে মাছরাঙা ও সনি টেন ২।

আরও পড়ুন

%d bloggers like this: