শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন

অফিস রিপোর্টার।।
জাতীয় সাংস্কৃতিক সংগঠন (সসাস) আয়োজিত ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান “সেরাদের সেরা” প্রতিযোগীতায় বিভাগীয় পর্যায়ে সেরাদের তালিকায় বরুড়ার মো: ইমরান হোসাইন। ইমিরান
বরুড়ার লক্ষ্মীপুর ইউনিয়নের
“নাজাতুল উম্মাহ মডেল মাদ্রাসা”র ২য় শ্রেণির ছাত্র।

মাদরাসার শিক্ষক বিল্লাল হোসেন আরজু বলেন, উপজেলায় সেরা হয়ে জেলা অডিশনে প্রথম স্থান অধিকার করে ইমরান। পরে বিভাগীয় পর্যায়ে অডিশনের জন্য নির্বাচিত হয়েছে ইমরান। তার সাফল্যে আমরা সবাই আনন্দিত৷

তিনি আরও জানান, এছাড়াও নাজাতুল উম্মাহ মডেল মাদ্রাসার হিফজ বিভাগের দুই জন ছাত্র কিরাত বিভাগে জেলা থেকে বিভাগীয় পর্যায়ের জন্য ইয়েসকার্ড পেয়েছে। তারা হলেন, জারিফ হাজারী এবং মাইনুল ইসলাম সিয়াম। এই অর্জন কেবলমাত্র নাজাতুল উম্মাহ মডেল মাদ্রাসার নয়। এই অর্জন লক্ষীপুর ইউনিয়নের, বরুড়া উপজেলার, এবং সর্বোপরি কুমিল্লা জেলার।

আরও পড়ুন

%d bloggers like this: