নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা বুড়িচংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় দৈনিক ‘আজকের বিজনেস বাংলাদেশ’ ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) বুড়িচং উপজেলা চত্তরে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।
পত্রিকার বুড়িচং প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়ের আয়োজনে র্যালীতে আরো অংশগ্রহণ করেন ‘আজকের বিজনেস বাংলাদেশ’ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মো: রবিউল হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: মোসলেহ উদ্দিন, ব্রাহ্মণপাড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক সৈয়দ আহম্মদ লাভলু, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, আনন্দ টিভির প্রতিনিধি সাকিব আল হেলাল, উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মো: কামাল হোসেন, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইকবাল হোসেন, ,চ্যানেল এস ব্রাহ্মণপাড়া প্রতিনিধি আমিনুল ইসলাম বাবু, কুমিল্লা আইন কলেজের ছাত্র মো: মাসুম, বুড়িচং আইটি জোনের ব্যবস্থাপনা পরিচালক মো: মামুনুর রশিদ, বুড়িচং আইটি জোনের সহকারি ট্রেইনার মো: সাইফুল ইসলাম, মো: হাসান প্রমূখ।