(মোঃ শরীফ উদ্দিন, বরুড়া)
কুমিল্লার বরুড়ায় ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির বরুড়া উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ঘোষণা করা হয়েছে।
২৮ আগষ্ট শনিবার সকাল ১১টায় বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মান্নান এর সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা ৭১র ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অধ্যাপক দিলীপ মজুমদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা, বীর মুক্তিযোদ্ধা সুনীল মজুমদার, মমতাজ উদ্দিন, আবুল বাশার, আবদুস সাত্তার, হাবিব মীর, তারেক আহমেদ বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি দেওয়ান শরফুদ্দিন টুলু, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সলিল বিশ্বাস, সহ অন্যান্যরা।
শেষে সভার সকলের সম্মতিক্রমে ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি বরুড়া উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন সভার প্রধান অতিথি। এ কমিটির আহবায়ক হলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, মফিজুল ইসলাম খন্দকার, সাংবাদিক সলিল বিশ্বাস, সদস্য সচিব আমান উল্লাহ আমান, সদস্য দেওয়ান শরফুদ্দিন টুলু, শওকত আহমেদ প্রমুখ।
Leave a Reply