মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লা ০৮ বরুড়া জাতীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এর আহবানে, বরুড়া ফাউন্ডেশন এর সভাপতি ও স্ট্যান্ডার্ড গ্রুপের পরিচালক তোফাজ্জল আলী এর অর্থায়নে বরুড়া ফাউন্ডেশন এর পক্ষে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৫ টি অক্সিজেন কনসেন্ট্রেটর, সমগ্র উপজেলায় জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলায় উৎসাহ যোগাতে ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিতরনের জন্য ৫০,০০০ মাস্ক ও মোট ১ লাখ লিফলেট, ৩টি লাশ দাফন, সৎকার টিমের জন্য ১০০ টি পিপিই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর নিকট গত ৫ আগস্ট রাতে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিংকন, পৌরসভা মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, নোয়াখালী চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি শাহনুর আলম, স্ট্যান্ডার্ড গ্রুপের সমন্বয়ক কামরুজ্জামান রিমন, সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।