শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:
অর্থের অভাবে এক যুবক তার নিজের মাইক্রোওয়েভ বিক্রি করার সিদ্ধান্ত নেন। এ কারণে সে তার মাইক্রোওয়েভের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন।

সেই ছবিই যত সমস্যার মূল। এমন কাণ্ড ঘটেছে সেই ছবিতে যে, লজ্জায় মুখ দেখাতেই পারছেন না ওই যুবক। এই ঘটনাটি ঘটেছে তাইওয়ানে।

জানা গেছে, সেখানকার একটি ফেসবুক গ্রুপে তিনি লিখেন, ঝকঝকে নতুন মাইক্রোওয়েভ, ক্যাবিনেট সাইজ, কখনও ব্যবহার করা হয়নি। পিকআপ অথবা মিটআপ, দুইই সম্ভব।

ওই ফেসবুক গ্রুপে পোস্ট করার পর থেকেই সমস্যা দেখা দেয়। লোকজন সেই বিজ্ঞাপনে ‘এক্সট্রা অফার’ খুঁজে পান। মাইক্রোওয়েভের কাচের দরজায় ওই যুবকের ‘নগ্ন’ ছবি ফুটে উঠে থাকতে দেখেন সবাই।

সকরেল ধারণা ওই যুবক আসলে নগ্ন হয়েই মাইক্রোওয়েভের ছবি তুলেছিলেন। বেখেয়ালে সেটাই পোস্ট হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দ্রুত ট্রোলিং শুরু হয়ে যায়। এ নিয়ে গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়।

এদিকে, ওই যুবকের মুখ দেখানো দায় হয়ে পড়েছে। পরে তিনি ছবিটি মুছে ফেলেছেন। তবে ইতোমধ্যে তো অনেকেই দেখে ফেলেছেন সেই ছবি! যা ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়।

আরও পড়ুন

%d bloggers like this: