রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৭ পূর্বাহ্ন

বজ্রপাত
বজ্রপাত

(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা )
কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার রায়কোট দক্ষিণ ইউয়িনের পূর্ব বামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রাহেনা বেগম (৪০)। সে ওই গ্রামের ছেরাজুল হক চৌধুরীর স্ত্রী ও এক কন্যা সন্তানের জননী ছিলেন।
পরিবার ও এলাকাবাসীরা জানায়, সোমবার সকালে নিজেদের পুকুর পাড়ে আম কুড়াতে গেলে তার উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে তাই আইনী কোন জটিলতা নেই। তবে নিহতের পরিবার যদি অভিযোগ করে তাহলে আমরা তদন্ত করে দেখবো।

আরও পড়ুন

%d bloggers like this: