শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:
আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা সবশেষ বিশ্বকাপ জেতে ১৯৮৬ সালে। সেবার ডিয়েগো ম্যারাডোনার কাঁধে চড়ে শিরোপা ঘরে তোলে তারা।

এবার লিওনেল মেসিকে ঘিরে আবারো আনন্দ উৎসব করার স্বপ্ন দেখছেন আর্জেন্টাইনরা। এজন্য তো তাকে দিতে হবে জোরালো সমর্থন। সঙ্গত কারণে একাদশ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

অবশেষে বিশ্লেষকদের খোরাক মিটছে। আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ ফাঁস হয়েছে! এবার নিজের দলের সঙ্গে এ একাদশটা মিলিয়ে নিতে পারেন তারা।

আর্জেন্টিনা একাদশ: উইলি কাবাল্লেরো, নিকোলাস ওতামেন্দি, এদুয়ার্দো স্যালভিও, মার্কস রোহো, নিকোলাস তাগ্লিয়াফিকো, লুকাস বিগলিয়া, হাভিয়ের মাশ্চেরানো, ম্যাক্সিমিলিয়ানো মেজা, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও সার্জিও আগুয়েরো।

আরও পড়ুন

%d bloggers like this: