অনলাইন ডেস্ক:
নীলফামারীনীলফামারীর সৈয়দপুরে মতির মোড় এলাকায় পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। রবিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের মতির মোড় এলাকায় রংপুর থেকে পিকনিক শেষে ফেরার পথে ২০ জন যাত্রীবাহী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়।এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন মারা যান। আহত ৮ জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আরও ৫ জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ওসি জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের লাশ সৈয়দপুর থানায় নিয়ে রাখা হয়েছে।
Leave a Reply