শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন

বারী উদ্দিন আহমেদ বাবর॥
কুমিল্লার নাঙ্গলকোটে দুই মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে ৬মাস করে আলাদাভাবে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামানের আদালত এ সাজা দেন।
দন্ডপ্রাপ্ত হলেন- গোত্রশাল গ্রামের মৃত কোব্বাত আলীর ছেলে শাহীন চৌধূরী ও খান্নাপাড়া গ্রামের তিতা মিয়ার ছেলে মুজিবুল হক। তাদের উভয়কে আলাদা আলাদাভাবে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দন্ডপ্রাপ্ত দুই মাদকসেবী মাদক ব্যবসার সাথেও জড়িত রয়েছে। তবে তাদের মাদক সেবনকালে গ্রেফতার করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতে তাদের উপস্থাপন করা হলে আদালত তাদের পৃথকভাবে ৬মাস করে সাজা দেয়। পরে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ধৃত শাহীন চৌধূরীর বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন

%d bloggers like this: