রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দেবিদ্বার নামাজ পড়তে বলায় এক কিশোরকে মারধরে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আজিজুল হক হৃদয় (১৪) উপজেলার মুগসাইর গ্রামের অটো চালক রিপন মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, ‘বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার পশ্চিম পোমকাড়া গ্রামে হৃদয় হাঁটতে যায়। এসময় ঐ গ্রামের ইদ্রিস আলীকে ‘নামাজ পড়তে আসো, একদিন তো মরতে হবে’ বলায় রেগে যায় সে। এক পর্যায়ে ইদ্রিস ও তার সাথে থাকা বন্ধুরা মিলে হৃদয়কে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করে৷ এতে হৃদয়ের বুকে ও শরীরে আঘাত প্রাপ্ত হয়। আহত অবস্থায় হৃদয়কে স্থানীয়রা বাড়ি পৌছে দেয়’।

বুধবার মারধরের শিকার আজিজুল হক হৃদয় (১৪) বৃহস্পতিবার (২৩জুন বিকেলে মারা যায়।

সুত্রমতে, অভিযুক্ত ইদ্রিস মাদকসেবন ও মাদক কারবারের সাথে জড়িত বলে জানা গেছে।

হৃদয়ের মা রিনা বেগম জানান, ‘ নামাজ পড়তে বলায় ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। গতকাল এসে আবার আমাকে সাবধান করে দিয়ে বলেছে, আমি যেন আমার ছেলেকে শাসন করি। আমার ছেলের বিচার চাই’।

দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর শুক্রবার সকালে জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর অভিযোগ দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে’।

আরও পড়ুন

%d bloggers like this: