অনলাইন ডেস্ক:
দিনদুপুরে খাগড়াছড়ি জেলা শহরের অদূরে অবস্থিত ‘জেলা পরিষদ পার্কে’ এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২১ জুন) বেলা ২টার দিকে পার্কে বেড়ানোর সময় কয়েক দুর্বৃত্ত ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়।কিশোরীর বাড়ি জেলা সদরের পাঁচমাইল এলাকায়।
খাগড়াছড়ি থানার ওসি (তদন্ত) বায়েসুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পার্ক এলাকা ঘিরে ফেলে যাতে অপরাধীরা পালাতে না পারে। সন্দেহভাজন হিসেবে বেশ কয়েকজনকে তাৎক্ষণিক আটক করা হলেও এখন পর্যন্ত প্রকৃত অপরাধীকে শনাক্ত করা যায়নি। কিশোরীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ওই কিশোরীর মেডিকেল টেস্টের পরই ধর্ষণের বিষয়ে নিশ্চিত করে বলা যাবে বলেও জানান ওসি।
Leave a Reply