শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক
দৈনিক আমাদের অর্থনীতির উপ সম্পাদক হুমায়ুন কবির খোকনকে সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মো. সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক ও পরিবর্তন ডটকমের সালাহ উদ্দিন জসিমকে সাংগঠনিক সম্পাদক করে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নতুন কমিটি গঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ইফতার মাহফিলপূর্ব বার্ষিক সাধারণ সভা, ২০১৮-তে ২১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। বার্ষিক এই সাধারণ সভার সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী কমিটি সভাপতি মাহমুদুর রহমান খোকন।

সাধারণ সম্পাদক দিদরুল আলমের সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজে একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আব্দুল্লাহ, আরেকাংশের মহাসচিব ওমর ফারুক, ডিউজের সাবেক সভাপতি শাবান মাহমুদ, বর্তমান সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিউজে আরেকাংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে সংগঠনে পূর্বের নাম ‘কুমিল্লা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা’ নাম পরিবর্তন করে ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’ নামককরণ করা হয়।

আরও পড়ুন

%d bloggers like this: