রবিবার, ২৮ মে ২০২৩, ১১:০৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক ও মোটর সাইকেল সংর্ঘষে ৩ যুবক নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, আজ শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

উপজেলার শাহপুর এলাকায় একটি পণ্যবোঝাই ট্রাক অপর দিক আসা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল ৩ আরোহীর মধ্যে কসবার কুটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন ঘটনাস্থলেই নিহত হয়।

মোটর সাইকেল আরোহী এনামূল হক ফয়সল ও সজলকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে আহত ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

আরও পড়ুন

%d bloggers like this: